কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানুন

কীওয়ার্ড কি

সহজ ভাষায় বলতে গেলে আমরা ইন্টারনেটে তথ্য খুঁজে বের করার সময় যে ধরনের শব্দ বাক্য বাক্য প্রশ্ন ব্যবহার করে সার্চ দিয়ে থাকি তা হল কীওয়ার্ড।কিওয়ার্ড আসলে সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত রূপ। এটি নির্দিষ্ট ওয়েবসাইটের ফলাফল দেখিয়ে থাকে। এটি একটি দুটি শব্দ নিয়েও গঠিত হতে পারে অথবা  পুরো বাক্যও হতে পারে।

কিওয়ার্ড  সম্পর্কে বিস্তারিত জানুন

কিওয়ার্ড হচ্ছে ৯ প্রকার

  শর্ট  টেইল কীওয়ার্ড 

একটি বা দুইটি শব্দ নিয়ে যে কিওয়ার গুলো গঠিত হয় সেগুলোকে শর্ট টেইল বলা হয়।কি ওয়ার্ডের শব্দ সংখ্যা কম হওয়ার কারণে এর সাজ অনেক বেশি হয়ে থাকে এবং এর সাথে বিভিন্ন ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো প্রতিযোগিতামূলক থাকে। শর্টেইলের শব্দগুলো অনেক কমন হওয়ার কারণে এর সার্চ ভলিউম বেশি হয়ে থাকে।


লং টেইল কিওয়ার্ডসাধারণত তিন থেকে চার শব্দের বেশি গুলোকেই লং স্কিওয়ার্ড বলা হয়।এগুলো খুবই স্পেশাল বা স্পেসিফিক হওয়ার কারণে ভলিউম শর্ট  টেইল কীওয়ার্ড এর চাইতে অনেক কম হয়।গুলো সাধারণত ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো কিংবা কোন সাম্প্রতিক ঘটনা বা তথ্য অথবা মার্কেটিং সংক্রান্ত বিষয়ে আর্টিকেল লেখার জন্য ব্যবহার করা হয় উদাহরণ হিসাবে বলা যেতে পারে কি করে মোবাইলের ডাটা  দেখব। এ ধরনের টপিক মানুষ বহুদিন ধরে গুগলে সার্চ করে থাকে তাই এটিকে লং টেইল কিওয়ার্ড বলে।


শর্ট টা্র্ম ফ্রেশ কিওয়ার্ড

এটি এমন ধরনের কিওয়ার্ড যা স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। এই কীওয়ার্ডগুলো সাধারণত সম্প্রতি ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। মুলত্ব এ ধরনের  কিওয়ার্ড ব্যবহৃত হয় মার্কেটিং সংক্রান্ত প্রচারণার জন্য, ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য বা সাম্প্রতিক কোনো ঘটনার উপর ভিত্তি করে সংবাদ বা আর্টিকেলের লেখার জন্য। যেমন, SSC Result 2023। নির্দিষ্ট সময়ে ছাত্র ছাত্রীদের রেসাল্ট দেখা শেষ হলে কেউ কিন্তু আর এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে না।


লং টার্ম ইভারগ্রিন কিওয়ার্ড
এই কিওয়ার্ড গুলো সাধারনত অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে থাকে। অথ্যাৎ এটি এক ধরনের কিওয়ার্ড যার তথ্য আজকেও দরকার হবে এবং ৫ বছর পরেও দরকার হবে, এগুলো এতটাই গরুত্বপূর্ণ তথ্য যে আপনার পুরো জীবনেও সেই তথ্যটি প্রয়োজন হবে।এই ধরনের কীওয়ার্ডগুলি দিয়ে সাধারণত দীর্ঘ মেয়াদী  টপিক সম্পর্কে জানার প্রয়োজন হয় তাই এদেরকে লংটার্ম এভারগ্রিন কীওয়ার্ড বলা হয়।  যেমন, কিভাবে সাতার কাটতে হয়? এ সমস্ত প্রশ্ন মানুষ যুগ যুগ ধরে করে আসছে।

প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড

এই কিওয়ার্ড গুলো অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এক ধরনের কিওয়ার্ড যার তথ্য আজকেও দরকার হবে এবং ১০ বছর পরেও দরকার হবে, এগুলো এতটাই গরুত্বপূর্ণ তথ্য যে আপনার পুরো জীবনেও সেই তথ্যটি প্রয়োজন হবে।এই ধরনের কীওয়ার্ডগুলি দিয়ে সাধারণত দীর্ঘ মেয়াদী  টপিক সম্পর্কে জানার প্রয়োজন হয় তাই এদেরকে লংটার্ম এভারগ্রিন কীওয়ার্ড বলা হয়।  যেমন, কিভাবে সাতার কাটতে হয়? এ সমস্ত প্রশ্ন মানুষ যুগ যুগ ধরে করে আসছে।


 কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড

যে কিওয়ার্ড এর মাধ্যমে প্রোডাক্ট সেল করার জন্য নির্দিষ্ট কাস্টমার খুজে

বের করাই হয় তাকে Customer defining keyword বলে।

ইনটেন্ট টার্গেটিং কিওয়ার্ড

যে কিওয়ার্ড দিয়ে কি,কেন,কীভাবে এবংূাষ কোথায় ব্যবহার করে প্রশ্ন ও উত্তর প্রদান করা হয় তাকে ইনটেীরূসন্ট টার্গেটিং কিওয়ার্ড বলা হয়.

জিও টার্গেটিং কিওয়ার্ড
কোনো একটি নির্দিষ্ট এলাকার মানুষদেরকে টার্গেট করে এসইও অপটিমাইজেশন করার জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় সেগুলোকে জিও টার্গেটিং কিওয়ার্ড বলে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url