গুগল সার্চ কনসোল কি?গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করবেন?

 



সম্মানিত পাঠক আপনি হয়তো জানতে চাচ্ছেন গুগল সার্চ কনসোল কি?এর কাজ কী?তো বেশ এই আর্টিকেলে থাকছে এটির সম্পূর্ণ বাখ্যা এবং আরও থাকছে গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এই সম্পর্কে বিস্তারিত ধাপে ধাপে দেওয়া হল তাই সম্পূর্ণ মনোযোগ দিলে আর্টিকেলটির সাথে সাথে আপনিও গুগল সার্চ কনসোল খুলে ফেলতে পারেন।

গুগল সার্চ কনসোল কি?

সার্চ কনসোল হল একটি ওয়েবমাস্টার টুল যা গুগলেরই প্রদত্ত।ওয়েবসাইটের সার্চ ইঞ্জিল কি অবস্থায় আছে তা জানার জন্য এই সার্চ কনসোল ব্যবহার করা হয়।আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স কেমন চলছে কত ভিজিটর আপনার ওয়েবসাইট এ ক্লিক করছে CTR কত এবং ওয়েবসাইটের কোন প্রবলেম হলো কিনা তার সমস্ত তথ্য আপনি গুগল থেকে পেয়ে যাবেন।

স্পনসরটি ব্যবহার করার মাধ্যমে আপনি বুঝবেন আপনার ওয়েবসাইট উন্নতি হচ্ছে নাকি অবনতি এবং উন্নতি করার জন্য কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে এবং একটি খুবই সেনসিটিভ জিনিস সেটি হল কোন কোন কিওয়ার্ডের ভিত্তিতে আপনি রেঙ্ক করেছেন এবং তাতে আপনার পজিশন কত আছে তাও দেখতে পারেন।

গুগল সার্চ কনসোলই হল গুগল ওয়েবমাস্টার টুলস।তুরুর দিকে এটি গুগোল ওয়েবমাস্টার টুল হিসাবেই পরিচিত ছিল কিন্তু ২০১৫ সালে নাম পরিবর্তন করে এটিকে গুগল সার্চ কনসোল নামে রাখা হয় ।

গুগল সার্চ কনসোল কি?এর কাজ কী?

গুগলের এ ফিচারটিতে বেশ কিছু ফিল্টারিং করার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে গুগল সার্চ কনসোল। একজন ওয়েব মাস্টারের তার ওয়েবসাইটটি প্রতিনিয়ত চেকিং করার জন্য হলেও গুগল সার্চ করলে এসে তা ঠিকমতো ইনডেক্স করছে কিনা দেখে যেতে হয়। এছাড়াও এতে রয়েছে ভিজিটর ফিল্টারিং করার মত বিশাল সুবিধা।

আপনার সাইটে গত তিন মাসে অথবা এক মাসে অথবা সাত দিনে অথবা একদিনে কত ভিজিটর প্রবেশ করেছিল এবং কত পেজ ভিউ করেছিল তা গুগল এর মাধ্যমে দেখা যায় ।যদি আপনার ওয়েবসাইট থাকে তবে এই টুলের ব্যবহারের কোন বিকল্প নেই।এর ভিত্তিতে কিওয়ার্ডের পরিবর্তন কি কি আনা দরকার এবং সামনে কোন কোন কিওয়ার্ডে আর্টিকেল লিখবেন তাও দেখা যায় এই ওয়েবমাস্টার টুলের সাহায্যে।
আপনার একটি ওয়েবসাইট রয়েছে যেখানে গত তিন মাসে আপনার ওয়েবসাইটটি কত জনের চোখে পড়েছে তার একটি তথ্য পাবেন। কতজন আপনার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছে এবং কত সময় ধরে ভিজিট করেছে তা জানতে পাবেন।

  • আপনার ওয়েবসাইটটি ঠিকমতো ইনডেক্স হচ্ছে কিনা তা জানার জন্য সার্চ কনসোল ব্যবহার করা হয়।
  • গুগল থেকে সার্চ ট্রাফিক সম্পর্কে এই সার্চ কনসোল আপনাকে তথ্য দিয়ে সাহায্য করে।
  • কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি দ্রুত রেঙ্কে উঠতে পারেন তা জানার জন্য সার্চ কন্ট্রোল ব্যবহারের কোন বিকল্প নেই।
  • কোন কিওয়ার্ড সার্চ হয়েছে এবং কনটেন্ট অপটিমাইজ এর ব্যাপারে সার্চ কনসোল থেকে জানতে পারবেন।
  • মাসে কতগুলো ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করছে তা জানতে পারবেন।
  • ক্লিক ইমপ্রেশন সিটিআর এবং ওয়েবসাইট রাঙ্কিং পারফরম্যান্স গুগল সার্চ কন্সাল্ট দিয়ে থাকে।
  • কোন ধরনের সমস্যায় পড়লে তা থেকে অ্যালার্ট পেয়ে সঠিক ভাবে ইনডেক্স করতে গুগল সার্চ কনসোল সহায়তা করে।
গুগল সার্চ কনসোল কি?এর কাজ কী?
 যেমন ধরেন আপনার ওয়েবসাইটের এক মাসের ভিজিটর প্রবেশ করেছে দুই লক্ষ। এর মধ্যে আপনার ওয়েবসাইটটি ডেস্কটপে ভিউ হয়েছে 10000 এবং মোবাইলে ভিউ হয়েছে ১ লক্ষ ৯০ হাজার। আপনার ctr রেট ছিল ৫% এবং বাংলাদেশ থেকে ভিজিটর ৯০% বাহিরের দেশ থেকে আরও ১০% লোক ওয়েবসাইটটি ভিজিট করেছে যার সময়কাল দুই মিনিট ধরে।


এই সকল তথ্য জানতে একজন webmaster কে অবশ্যই গুগল সার্চ কনসোল ব্যবহার করতে হয়।


গুগল ওয়েবমাস্টার টুলস কেন ব্যবহার করবেন?

আপনার ওয়েবসাইটকে সহজে গুগল এর রেংক করানোর জন্য গুগল সার্চ কনসোল এর ব্যবহারের বিকল্প নেই এটি পর্যাপ্ত ভিজিটর বাড়াতে যা যা করণীয় তা করতে সাহায্য করে গুগল সার্চ কন্টসলের মাধ্যমে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স বৃদ্ধি করতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি একটি বিনামূল্যে পাওয়া টুলস যা গুগল থেকে প্রদত্ত।

আপনার ওয়েবসাইট গুগলে সার্চ করে বের করতে চাইলে তা প্রথমে গুগল সার্চ কন্সল ব্যবহার করে আপনার ওয়েবসাইটটি ইনডেক্স করতে হবে।মূলত আপনি যদি জেনে থাকেন  গুগল সার্চ কনসোল কি?এর কাজ কী?তবে আপনি এর ব্যবহার উপলব্ধি করতে পারবেন। ওয়েবসাইটের ওনার হয়ে এই ওয়েবমাস্টার টুলস ব্যবহার করেননি এমন কোন ওনার খুঁজে পাওয়া মুশকিল।

গুগল সার্চ কনসোল এর ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে গেছে যারা বড় বড় SEO এক্সপার্ট রয়েছেন তারা সব সময় এই google কনসালকেই টার্গেট করে কাজ করে থাকেন।

গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করবেন?

প্রথমেই আপনাকে গুগল ওয়েবমাস্টার টুলস লিখে সার্চ করতে হবে অথবা আপনি গুগল সার্চ কনসোল Google Search Console লিখে সরাসরি ওয়েব সাইটে ঢুকে যেতে পারেন।এখানে ঢুকে আপনাকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে নিচের স্টেপ বাই স্টেপ দেওয়া হলোঃ

ধাপ ১ঃ আমি আপনাকে গুগল সার্চ কনসোল কে সার্চ করে এটিতে ঢুকে পড়তে হবে। সাইটে প্রবেশ করার পর স্টার্ট নাও লিখাতে ক্লিক করতে হবে।

ধাপ ২ঃএরপর নতুন পেজ পপ আপ হবে যেখানে দেওয়া থাকবে ডোমেইন এবং ইউআরএল প্রিফিক্স নামের দুইটি অপশন।এই ইউআরএল প্রিফিক্স অপশনে গিয়ে ইন্টার ইউ আর এল বক্সে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ লিংক দিতে হবে।এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৩ঃ এরপর আপনাকে আবার নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে যেখানে লেখা থাকবে ভেরিফাই ওনারশিপ অর্থাৎ ওনারশিপ ভেরিফাই করতে হবে।সহজ কথায় ওয়েবসাইটটি আপনার তা প্রমাণ করতে হবে। ওনারশিপ ভেরিফিকেশন করার দুটি সহজ পদ্ধতি রয়েছে।

১। ওনারশিপ ভেরিফিকেশন করতে google আপনাকে একটি এইচটিএমএল html ফাইল দেবে।এই ফাইলটি ডাউনলোড করে সি প্যানেলে গিয়ে আপলোড করতে হবে।খেয়াল রাখতে হবে ওয়েবসাইটের ডোমেটি সি প্যানেলের যে ডাইরেক্টরিটে রয়েছে এইচটিএমএল ফাইলটিও সেখানে আপলোড করতে হবে ফাইলটি একই ডাইরেক্টরি তে আপলোড করা হয়ে গেলে ভেরিফাইড বাটনে ক্লিক করতে হবে।

২। এইচটিএমএল ট্যাগে ক্লিক করলে একটি কোড ওপেন হবে সেই কোডটি কপি করে ওয়েবসাইটের থিমে গিয়ে <head> </head> ট্যাগের মাঝখানে সেই কোডটি বসিয়ে দিয়েই সার্চ কনসোল থেকে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে তবেই আপনার কাজ শেষ।
আশা করি গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করবেন তা পরিস্কার বুঝেছেন।এভাবেই ভেরিফিকেশন করা সম্পূর্ণ হবে এবং গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড এ নিয়ে যাবে।

লেখকের মন্তব্য

আমার মতে গুগল সার্চ কন্ট্রোল এর ব্যবহারের কোন বিকল্প নেই একজন ওয়েবমাস্টারকে এই টুল এর মাধ্যমেই তার ওয়েবসাইটের বিভিন্ন ডেটা সংরক্ষণ করতে হয় সরবরাহ করতে হয়। তাই এটি গুগলের দেওয়া বেস্ট একটি সাইট।তবে আশা করি গুগল সার্চ কনসোল কি?এর কাজ কী? আপনি এই প্রশ্নের উত্তর আর্টিকেলের মাঝেই পেয়ে গেছেন।আর্টিকেলটি পরে ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url